বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮

সারা জাগানো বই মহা প্রলয়

সারা জাগানো বই মহা প্রলয় মূল ও বিন্যাসঃ- ড. মুহাম্মদ আব্দুর রহমান আরিফী (সদস্য, আন্তর্জাতিক উচ্চতর দাওয়াত বিভাগ) কিং সাউদ ইউনিভার্সিটি, রিয়াদ, সৌদি আরব। ভাষান্তর ও ব্যবস্থাপনা ও সম্পাদনাঃ- উমাইর লুৎফর রহমান কুরআন-হাদিসের আলোকে কেয়ামতের ছোট বড় নিদর্শন-সম্বলিত প্রথম সচিত্র গ্রন্থ “মহাপ্রলয়”। সম্প্রতি কিছু বিষয়গুলো নিয়ে অনেক দ্বিধাদন্দ্বের সৃষ্টি হয়েছে।বিভিন্ন লাইব্রেরী ও প্রসিদ্ধ ওয়েবসাইটগুলোতে কেয়ামতের নিদর্শন সম্বলিত বাণীগুলো নিয়ে অনেক জল্পনা-কল্পনা ও ভবিষ্যত ঘটনা প্রবাহ নিয়ে প্রচুর উপকথা প্রচারিত হচ্ছে। মুসলমানদের সামাজিক পরিস্থিতি যতই দুরবস্থার দিকে যাচ্ছে, সাধারণ মানুষ ততই উত্তরণের পথ খুঁজতে মনোনিবেশ করছে। এর-ই ফলে কখনো –“ইমাম মাহদীর আবির্ভাব হয়ে গেছে”, কখনো “ইহুদী খ্রিস্টানদের বিরুদ্ধে বহুল প্রতীক্ষিত যুদ্ধ কাছিয়ে গেছে”, কখনো “প্রাচ্যে বা প্রাশ্চাত্যে বড় ধরণের ভূমিধ্বস ঘটেছে” ইত্যাদি শোনা যাচ্ছে। কেও কেও তো এও দাবি করে ঈসা বিন মারিয়াম (আ) এর আবির্ভাব হয়ে গেছে। এসব দ্বিধাদন্দ্ব অপসারিত করার লক্ষ্যে মহাপ্রলয় বইটিতে কুরআন ও হাদিসের আলোকে কেয়ামতের ছোট বড় আদর্শকে একত্রিত করে মুসলিম বিশ্বকে এক কথায় কুরআন ও হাদিস নিয়ে গবেষণার আহ্বান করা হয়েছে। এই বইয়ের বিশেষত্ব- কেয়ামতের নির্দেশাবলি সচিত্র বর্নিত হয়েছে। সম্পুর্ণ কুরআন ও হাদিসের ভিত্তিতে বইটি রচিত হয়েছে। নির্ভরযোগ্য সুপ্রসিদ্ধ উলামায়ে কেরামের সিদ্ধান্তই ব্যাপারে গ্রহণযোগ্য বিবেচিত হয়েছে। জন সাধারণের বিবেক বুঝে হাদিস বর্ননা করা হয়েছে। সহজ ভাবে পড়ার জন্যে বইটিতে Interactive Link অ্যাড করা হয়েছে। সচিত্র আরবী বইটি মধ্যপ্রাচ্যে অনেক প্রসিদ্ধি লাভ করেছে। এ্যারাবিয়ানদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। কেয়ামতের উপর সচিত্র অনুবাদিত এই বাংলা বইটি ডিজাইন ও সম্পাদনার ক্ষেত্রে মূল বইকেও ছাড়িয়ে গেছে। বিশেষত কুরআন ও হাদিসের গন্ডিতে থাকায় বিশুদ্ধতায় কোনো সন্দেহ নাই। তাই বইটি এখনই ডাউনলোড করুন DOWNLOAD (6 MB)http://download1965.mediafire.com/ohif5ckjccog/shfc5x51fpatxcf/Moha+Proloy_QA.pdf

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭

কেন এই নির্যাতন


সারা মুসলিম বিশ্বে একটাই স্লোগান (stop killing burma) কিন্তু কেন এই স্লোগান ??এই নিরিহ মানুষদের মেরে কি লাভ।মুসলমান হওয়াই কি তাদের অপরাধ ।তাহলে আমরা যদি আমাদের দেশের বৌদ্ধদের উপর এই নির্যাতন চালাই তাহলে কি হবে কথাটা তাদের ভেবে দেখা উচিত ।আমরা রক্ত পাত করতে পছন্দ করিনা ।তাই মিয়ানমার সরকারের উচিত এই অত্যাচার বন্ধ করা।আর যদি বন্ধ না করে তাহলে 1400 বছর পুরনো ইতিহাস আবার জাগ্রত হবে।তখন আল্লাহ্ ছাড়া মুসলমানদের জয় কেউ আটকাতে পারবেনা তাই এখনও সময় আছে তারা এই অত্যাচার বন্ধ করুক তা নাহলে কিন্তু মুসলমানরা যুদ্ধে নেমে পরবে আর মুসলিম যুদ্ধের ইতিহাস সবারই জানা

বুধবার, ২৮ জুন, ২০১৭

এই নাস্তিকদের দেখে আপনার কিছু মনে পরে???

ছবিতে যাদের দেখছেন এরা নিজেদের সেক্যুলার বাংলাদেশের ধারক-বাহক হিসেবে জাহির করে। এরা ঈদ-পুজা-পার্বন কোনটাই ঠিকভাবে পালন করেনা, করবেই বা কেমন করে তারা তো সেক্যুলার, ঈদ পালন করতে হলে তো আগে ৩০টা রোজা রাখতে হয়, এদের দেখলে কি মনে হয় এরা ৩০ টা রোজা রেখছিল? মনে হয় না।  এদের দেখলে আপনার কি ঈদের শাশ্বত অনাবিল আনন্দের কথা মনে আসে না কূটতর্কের কথা মনে আসে ?! যদি কূটতর্কের কথা মনে আসে তাহলে বুঝতে হবে এরা সেক্যুলার তথা নাস্তিক -ই। বাংলাদেশের ৯০ ভাগ ধার্মিক মানুষ আজ এই ১০ ভাগ সেক্যুলারদের গালে থাপ্পড় দিয়ে খুশির ঈদ পালন করছে।

এরা সেক্যুলার বলেই ঈদ নিয়ে ইয়ার্কি করে –

ভাই জোস পান্জাবী কিনসেন!! কই থেকে নিয়েছেন ভাই?!
= এইটা দুবাই থেকে আনিয়েছি অর্ডার করে! (পার্ট ই আলাদা)
> ওরে সেইরকম তো!! কত নিয়েছে ভাই?!
= এইতো সব মিলায় ১৮০০০টাকা লেগেছে!! (সেইরকম ভাব ) ওহ! তো ভাই তারাবী কই পড়সেন!! মসজিদে দেখালাম না যে??
হা হা!! রোজাই রাখিনা আবার তারাবী!! কেন ভাই অসুস্থ ছিলেন??
আরে নাহ এইসব নামাজ কালাম, রোজা রমজানে আমি বিশ্বাসী না!! দেয়ার ইজ নো গড ইন দ্যা ওয়ার্ল্ড!!
>ওহ বুঝেছি!! তো ভাই এইসব এ বিশ্বাসী না বুঝলাম তো ঈদে কেমনে বিশ্বাসী হইলেন?? ঈদ তো রোজাদারদের জন্য!! নাস্তিক-ফাস্তিকদের জন্য না!!
=কে বলসে? কোরআন হাদীসের কোথায় লিখা আছে যে ঈদ নাস্তিকদের জন্য না??
>ভাই আপনে বল্লেন দেয়ার ইজ নো গড!! আবার কোরআন, হাদীসের রেফারেন্স খুজতেসেন?!! আমি তো মখা হয়ে গেলাম!!
=তুই একটা মৌলবাদী, রাজাকার! তোদের মত ধর্মান্ধদের জন্যই আজ এই পৃথিবীতে এত অশান্তি!! কথা বলাই ভুল হয়েছে তোর সাথে!!
>জ্বি ভাই ঠিক বলেছেন!! দুঃখিত আপনাকে বিরক্ত করলাম। বাই দ্যা ওয়ে আপনার পান্জাবীটা সুন্দর। তবে আপনার যে চেহেরা, পান্জাবীতে আপনারে দেখে ডারউইনের থিওরি সঠিক বলে মনে হইতেসে!!

যতই দামী পান্জাবী পড়েন না কেন বানরেরা কখনো ধার্মিক হয়না। বান্দরই থাকে!!

সোমবার, ২৬ জুন, ২০১৭

বন্ধুদের সাথে ঘুরলাম

আজকে ঈদের দিন বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম জাতীয় চিড়িয়াখানায় ।খুব মজা করলাম ।
আজ আমরা ATN BANGLA র সাংবাদিকদের সাথে www.facebook.com/Md Ashik(Abir)অনেক সময় কাটাই।
এই ঈদটা আমার খুব ভালো কেটেছে 😆😆



সারা জাগানো বই মহা প্রলয়

সারা জাগানো বই মহা প্রলয় মূল ও বিন্যাসঃ- ড. মুহাম্মদ আব্দুর রহমান আরিফী (সদস্য, আন্তর্জাতিক উচ্চতর দাওয়াত বিভাগ) কিং সাউদ ইউনিভার্সিটি,...